মিথ্যাবাদী রাখাল - গল্প

মিথ্যাবাদী রাখাল - গল্প









ক রাখাল বালক মাঠে গরু চড়াতো। ভীষন দুষ্টু ছিলো সে। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার। ‘বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে’- চিৎকার করতে লাগলো সে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি-সোটা নিয়ে হাজির। কিন্তু কই বাঘ? সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেলো।
রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেলো। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবার হলো।
একদিন সত্যি সত্যি বাঘ আক্রমন করলো। রাখাল প্রান ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন কেও এগিয়ে আসলো না। সবাই ভাবলো রাখাল আবারো মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো।
পদেশঃ মিথ্যাচার করলে প্রতিফল পেতে হয়।
মো: নামুল

1 Comments

Previous Post Next Post

KhondokarIT.com এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন.