মুক্তিযুদ্ধের সময়
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড
প্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীর
বিচারের রায় লেখার পরে বিচারক বা
কলমের নিব ভেঙে ফেলেন! রায় লেখার পর
বিচারকের কলম ভেঙ্গে ফেলার কারন কি ?
চমকানোর কোন বিষয় নয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড
প্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীর
বিচারের রায় লেখার পরে বিচারক বা
কলমের নিব ভেঙে ফেলেন! রায় লেখার পর
বিচারকের কলম ভেঙ্গে ফেলার কারন কি ?
চমকানোর কোন বিষয় নয়।
এটা একটা রেওয়াজ। সেই ব্রিটিশ আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। আজকের দিন পর্যন্ত এটি চলছেই।
তবে প্রশ্ন হলো কলম বা কলমের নিব ভাঙবেন কেন? আর উত্তর, কারণ একটি নয়, একাধিক। প্রথমত, এটি একটি প্রতীকী বিষয় ।
ব্যাখ্যা হল, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে,তা যেন আর কারো জীবন নিতে না-পারে।
দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত
বলা
হয়, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান।
হয়, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান।
সে কারণেই নিবটি ভেঙে ফেলেন।
একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে
কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার
কথা ভাবতে না পারেন।
শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে
ফেলা হয় এটা বোঝাতে যে, মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।
একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে
কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার
কথা ভাবতে না পারেন।
শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে
ফেলা হয় এটা বোঝাতে যে, মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।
Post : Enamul Haque
Tags
Knowunknown