বিয়ে বাড়ির মুরগীর রোস্ট তৈরির গোপন রেসিপি.

বিয়ে বাড়ির মুরগীর রোস্ট তৈরির গোপন রেসিপি.

চিকেন রোষ্ট


উপকরনঃ


১) মেরিনেশন
  • মুরগি ১-১/২ কেজি। ( ২ টা মুরগি ৮ পিস)
  • আদা বাটা ১চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • লেবুর রস ১টেবিল চামচ
  • এলাচ, দারচিনি গুড়া ১/৪ চা চামচ
  • লবন সামান্য
  • কমলা ফুড কালার ২ ফোটা
উপরের সব উপকরন দিয়ে মুরগি মেরিনেট করে রাখুন ৬-৮ ঘন্টা।







২) সস/গ্রেভি
ক) তেল ১/৩ কাপ + ঘি ২ টেবিল চামচ
আসতো গরম মসলা -: তেজপাতা, এলাচি. দারচিনি, লবংগ ২-৩ টা করে.
খ)
  • পিয়াজ বাটা ১ কাপ.
  • আদা বাটা ২টেবিল চামচ.
  • রসুন বাটা ১ টেবিল চামচ.
  • পোস্ত বাটা ২টেবিল চামচ.
  • কাঠ বাদাম বাটা ২টেবিল চামচ.
  • কিসমিস বাটা ২টেবিল চামচ.
  • ধনিয়া গুড়া ১ টেবিল চামচ.
  • রোস্ট মসলা ৩ টেবিল চামচ.
  • জয়ফল গুড়া ১/৮ চা চামচ.
  • জয়ত্রী গুড়া ১/৮ চা চামচ.
  • বেরেস্তা ১/৩ কাপ.
গ)
  • টমেটো কেচাপ ২টেবিল চামচ
  • মাওয়া ১/৩ কাপ
  • পিয়াজ কুচি ২ কাপ (বেরেস্তার জন্য)
  • ডানো ক্রিম ৪ টেবিল চামচ
৩)
  • বেরেস্তা ১/২ কাপ
  • মাওয়া ২ টেবিল চামচ
  • গোলাপ জল, কেওড়া জল ১/২ চা চামচ
  • রোষ্ট মসলা ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • একটা বাটিতে সব কিছু মিশিয়ে রাখুন।
  • কাঁচামরিচ ৮-১০ টা



৪) কিভাবে রোষ্ট মসলা তৈরি করবেনঃ
  • ছোট এলাচ ২টেবিল চামচ
  • বড় এলাচ ৮ টা
  • দারচিনি ষ্টিক ৫ টা
  • সাদা গুলমরিচ ২ চা চামচ
  • জয়ফল ২ টা
  • জয়ত্রী পাতা ১/৪ কাপ
  • শাহীজিরা ৩ টেবিল চামচ
  • চিকনজিরা ৩ টেবিল চামচ
  • লবংগ ২টেবিল চামচ
  • তারকামৌরী/star anise ৬ টা
  • সবকিছু একসাথে গুড়া করে নিন।




চিকেন রোষ্ট




পদ্ধতিঃ

— ১ নং উপকরন দিয়ে মুরগি মেরিনেট করে রাখুন ৬-৮ ঘন্টা।
— রোষ্ট মসলা তৈরি করে রাখুন।
— ২নং উপকরনের ‘খ’ বিভাগ এর সব মসলা একসাথে মিশিয়ে রাখুন।
— হাড়িতে পরিমান মত তেল দিয়ে বেরেস্তা করে রাখুন।
— মেরিনেট করা মুরগি হাল্কা বাদামী করে ভেজে নিন।

— হাড়িতে তেল+ঘি দিন, ২নং খ বিভাগ এর মিশিয়ে রাখা মসলা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এমন ভাবে মসলা কষাবেন যেনো মসলা থেকে তেল আলাদা হয়ে যায়।
— এখন সস/গ্রেভি এর জন্য পরিমান মত দিন, পানি ফুটে উঠলে ভাজা মুরগির পিস গুলি দিয়ে দিন। ঢেকে কিছুক্ষন রান্না করুন, এখন ) টমেটো কেচাপ, মাওয়া, ডানো ক্রিম দিয়ে আরও কিছুক্ষন রান্না করুন।
— এখন বাটিতে মিসিয়ে রাখা ৩ নং উপকরন মুরগির উপরে ছরিয়ে দিন, কাঁচামরিচ দিয়ে দিন, ঢেকে অল্প আঁচে রান্না করুন। তেল উপরে উঠলে নামিয়ে নিন। গরম গরম রোষ্ট পোলাও এর সাথে পরিবেশন করুন।
------- Enamul Vlogs

1 Comments

Previous Post Next Post

KhondokarIT.com এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন.