গার্মেন্টস এ সবার জন্য প্রযোজ্য:
প্রশ্ন – ১. মার্চেন্ডাইজ শব্দের অর্থ কি?
উত্তরঃ কেনা-বেচা।
প্রশ্ন – ২. গার্মেন্টস শিপমেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ বায়ারের অর্ডার অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে পৌছানোকে জাহাজীকরণ বা শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৩. টাইমলি শিপমেন্ট কি?
উত্তরঃ নির্ধারিত সময়ে শিপমেন্ট দেয়াকে টাইমলি শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৪. মার্চেন্ডাইজিং কাকে বলে?
উত্তরঃ আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে।
প্রশ্ন – ৫. একজন মার্চেন্ডাইজার এর প্রধানত কোন কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
উত্তরঃ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন। এছাড়াও কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকতে হবে।
প্রশ্ন – ৬. এলসি কি?
ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে, তাকে এলসি বলে।
প্রশ্ন – ৭. চালান বা ইনভয়েস কি?
উত্তরঃ বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের তালিকা ক্রেতার নিকট প্রদান করাকেই চালান বলে।
প্রশ্ন – ৮. জিএসপি দাতা দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, জাপান, ইইউ দেশসমূহ।
প্রশ্ন – ৯. জিএসপি গ্রহীতা দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।
প্রশ্ন – ১০. কাপড়ের পুরুত্ব সাধারণত কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ oz/yd2 এবং GSM.
প্রশ্ন – ১১. ইয়ার্ন কনজাম্পশন কাকে বলে?
উত্তরঃ কাপড় তৈরি করতে যে পরিমাণ সুতার প্রয়োজন তাকে ইয়ার্ন কনজাম্পশন বলে।
প্রশ্ন – ১২. এক মিটার সমান কত ইঞ্চি?
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।
প্রশ্ন – ১৩. এক পাউন্ড সমান কত গ্রাম?
উত্তরঃ ৪৫৩.৬ গ্রাম।
প্রশ্ন – ১৪. GSM এর সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রতি বর্গমিটার কাপড়ের ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে GSM.
প্রশ্ন – ১৫. ট্রিমিংস কাকে বলে?
উত্তরঃ পোশাক পৈরির জন্য এর মূল কাপড় ছাড়া আর যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, তাকে ট্রিমিংস বলে।
প্রশ্ন – ১৬. মোটিফ কি?
উত্তরঃ পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয়, তাকে মোটিফ বলে।
প্রশ্ন – ১৭. প্রধান লেবেলে কি কি উল্লেখ থাকে?
উত্তরঃ কোম্পানি ও দেশের নাম।
প্রশ্ন – ১৮. লেবেল কাকে বলে?
উত্তরঃ পোশাকের মধ্যে লাগানো একটি কম্পোনেন্ট, যাতে ঐ পোশাকের সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে, তাকে লেবেল বলে.
প্রশ্ন – ১৯. থ্রেড কনজাম্পশন কাকে বলে?
একটি গার্মেন্টস তৈরি করতে যে পরিমাণ সুইং থ্রেড প্র্যোজন হয়, তাকে থ্রেড কনজাম্পশন বলে।
প্রশ্ন – ২০. আম্পদানি কাকে বলে?
উত্তরঃ পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে পণ্য ক্রয় করাকে আমদানি বলে।
প্রশ্ন – ২১. রপ্তানি কাকে বলে?
উত্তরঃ দেশে উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে বিদেশে প্ররণকে রপ্তানি বলে।
প্রশ্ন – ২২. ডাইরেক্ট কস্টিং কাকে বলে?
এটি এক ধরনের বিশেষ ধরনের কস্ট, যেটা বিভিন্ন ধরনের কস্ট এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়।
প্রশ্ন – ২৩. রপ্তানি দলিলপত্র বলতে কি বুঝ?
উত্তরঃ রপ্তানিকার্য পরিচালনা করতে যেসব দলিলাদি প্রয়োজন হয়, তাদেরকে রপ্তানি দলিলপত্র বলে।
প্রশ্ন – ২৪. সার্টিফিকেট অব অরিজিন বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দেশে পণ্যটি উৎপাদিত হয়েছে সে সংক্রান্ত দলিলকে সার্টিফিকেট অব অরিজিন বলে।
প্রশ্ন – ২৫. কোটা বলতে কি বুঝ?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের বস্তুগত বা মূল্যগত অর্থে আমদানিকারক দেশ কি পরিমাণ আমদানি করবে তার সীমা নির্ধারণকে বুঝায়।
প্রশ্ন – ২৬. প্রত্যক্ষ ও পরোক্ষ কোটা কাকে বলে?
উত্তরঃ পরিমাণগতভাবে কোটা প্রকাশ করলে তালে প্রত্যক্ষ কোটা এবং মূল্যগতভাবে কোটা প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে।
Tags
Knowunknown
Great post and success for you
ReplyDeleteKontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Kontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran