বিদ্যুৎ বিল হিসাব করার সঠিক নিয়ম. Correct Rules For Calculating Electricity Bills.

বিদ্যুৎ বিল হিসাব করার সঠিক নিয়ম. Correct Rules For Calculating Electricity Bills.


প্রিয় পাঠক/পাঠিকা,

আপনারা সবাই এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন। তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ এর ব্যবহার.
তবে বিদ্যুৎ এর বিল যদি ধারনার থেকে বেশি আশে তখন আমরা সেটা মেনে নিতে পারি না.
তাই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি সঠিক হিসাব করে আপনার বাসায় কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন সেটা জানতে পারেন। কিন্তু বিদ্যুৎ বিল হিসাব করার আগে আপনার কিছু জিনিস শিখে রাখতে হবে।
1000W = 1KW
1kwh = 1 Unit (K x W x H= কিলো x ওয়াট x আওয়ার)
1HP = 746 Watt
h = time in hour
kw কে সময় (ঘন্টায়) দিয়ে গুন করতে হবে তাহলে গুন ফর ইউনিট হবে।
Power, P = VIcosϕ (Single phase)
Power, P = √3VIcosϕ (Three phase)


বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম:
বাসা বাড়ি অথবা অফিসে আমরা যে ধরনের লোড (লোড = লাইট,ফ্যান,টিভি,ফ্রিজ,মোটর ইত্যাদি) ব্যবহার করি। লোড কে আমরা সাধারণত ওয়াট হিসাবে চিনি, যেমন- লাইট ২০ ওয়াট, ফ্যান ৮০ ওয়াট ইত্যাদি। 
বাসা অথবা অফিসে ব্যবহারিত আনুমানিক লোডের হিসাব
★ লাইট সাধারণত = ০৫-১০০ ওয়াট
★ ফ্যান সাধারণত = ৪০-৮০ ওয়াট
★ ল্যাপটপ = ২০-৮০ ওয়াট
★ টেলিভিশন = ১৫-৬০ ওয়াট
★ রেফ্রিজারেটর = ৬০-২২০ ওয়াট
★ আয়রন = ৩০০-১০০০ ওয়াট
★ ডেস্কটপ কম্পিউটার = ৬০-৩০০ ওয়াট
★ এসি = ১০০০-৪০০০ ওয়াট
★ মোটর পাম্প =০.৫ থেকে ৩ হর্স পাওয়ার (হর্স=ঘোড়া)
ও ইত্যাদি, আমরা বলছি না যে আপনারা এই সব লোড ব্যবহার করেন বা ব্যবহার করা লাগবে। আমরা এটা দ্বারা আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নিচ্চয় উপরের লোডের মধ্যে কোন না কোন লোড আপনারা ব্যবহার করে থাকেন এবং সেটার লোড বা ওয়াট কত দেওয়া আছে সেটা আপনাকে জানতে হবে।


লোডের হিসাব:
★ যদি কোন লোডের গায়ে W লেখা থাকে। যার মান এখানে W = Watt (ওয়াট)
★ যদি কোন লোডের গায়ে 1HP লেখা থাকে তাহলে 1HP = 746 watt, যদি 2HP থাকে তাহলে ২ গুন ৭৪৬ = ১৪৯২ ওয়াট,  হিসাব করে নিতে হবে।
★ W কে KW নিতে হবে অর্থাৎ w কে ১০০০ দিয়ে ভাগ করে কিলোওয়াট নিতে হবে।
★ Kw কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে।

বাসা বাড়ি অথবা অফিসের বিদ্যুৎ বিলের হিসাব

আমরা সবাই জানি বাসা বাড়ির লাইট, টিভি, ফ্রিজ ওয়াট হিসাবে থাকে, আপনি যদি উপরের দেওয়া সুত্র না দেখেন, তাহলে অবশ্যই আপনার বাসার লাইট, টিভি, ফ্রিজের ওয়াট কত সেটা দেখে নেবেন ভালো করে।
উদাহরণ হিসাবে একটি বাসার এক মাসের বিদ্যুৎ বিলের হিসাব দেখাবো। সেখানে এক মাসে কেমন বিল আসতে পারে।
উদাহরণঃ একটি বাসা বাড়িতে 60 watt এর 2 টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চলে, 32 watt এর 3 টা লাইট দৈনিক 10 ঘন্টা চলে, 50 watt এর একটি ল্যাপটপ দৈনিক 6 ঘন্টা চলে, 200 watt এর একটি ফ্রিজ দৈনিক 18 ঘন্টা চলে,  এবং একটি 1HP পানি তোলার মোটর দৈনিক 2 ঘন্টা চলে। তাহলে আগষ্ট মাসের বিদ্যুৎ কত ইউনিট হবে.
নিচে দৈনিক হিসাব বের করার পদ্ধতি 
60 watt এর 2 টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চলে = 60x2x12 =1440W
32 watt এর 3 টা লাইট দৈনিক 10 ঘন্টা চলে = 32x3x10 =960W
50 watt এর 1 টি ল্যাপটপ দৈনিক 6 ঘন্টা চলে= 50x1x6 =300W
200 watt এর 1 টি ফ্রিজ দৈনিক 18 ঘন্টা চলে= 200x1x18 =3600W
1HP (1hp=746) 1 টি পানি তোলার মোটর দৈনিক 2 ঘন্টা চলে= 746x1x2=1492W

তাহলে একদিনে গড়ে যে ওয়াট খরচ হবে.
1440W+960W+300W+3600W+1492W= 7,792W

আমরা সকলে জানি ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো ওয়াট (kw) পাবো।
তাহলে একদিনে যে  কিলোওয়াট খরচ হবে.
7792÷1000=7.792kw
এখন আমরা পুরো আগষ্ট মাসের মোট খরচ ইউনিট বের করবো.
আগষ্ট মাস 31 দিনে হয় তাহলে আগষ্ট মাসে মোট ইউনিট খরচ:
         31x7.792 = 241.552 kWh (ইউনিট)
        
**   খুচরা বিদ্যুৎ মুল্যহার (সিঙ্গেল ফেচ - এলিট ২৩০ ভোল্ট)  **
        *** বাংলাদেশ গেজেট জানুয়ারি - ১২ - ২০২৩ ***

লাইফ লাইন = ০-৫০ ইউনিট = ৩.৯৪ টাকা
প্রথম ধাপ = ০-৭৫ ইউনিট = ৪.৪০ টাকা
দ্বিতীয় ধাপ = ৭৬-২০০ ইউনিট = ৬.০১ টাকা
তৃতীয় ধাপ = ২০১-৩০০ ইউনিট = ৬.৩০ টাকা
চতুর্থ ধাপ = ৩০১-৪০০ ইউনিট = ৬.৬৬ টাকা
পঞ্চম ধাপ = ৪০১-৬০০ ইউনিট = ১০.৪৪ টাকা
ষষ্ঠ ধাপ = ৬০০- উর্ধ্বে  ইউনিট = ১২.০৩ টাকা              

                        
আমাদের ব্যবহারিত ইউনিট ২৪১.৫৫২ ইউনিট.        
প্রথম ধাপ প্রতি ইউনিটের মূল্য ০ থেকে ৭৫ = ৪.৪০×৭৫= ৪৪৪ টাকা
বাকি ইউনিট ২৪১.৫৫২ - ৭৫ = ১৬৬.৫৫২ ইউনিট.
দ্বিতীয় ধাপ  প্রতি ইউনিট মূল্য ৭৬ থেকে ২০০= ৬.০১×১৬৬.৫৫২= ১০০০,৯৮ টাকা

আগষ্ট মাসের বিদ্যুৎ বিল হবে= ৪৪৪+১০০০,৯৮= ১৪৪৪,৯৮ টাকা.

বাস্তবিক হিসাব (বিদ্যুৎ অফিস থেকে যেটা করে)
আমরা যে হিসাব টি করলাম এটা হলো বইয়ের হিসাব, এবার যে হিসাব টি দেখবো সেটা হলো বাস্তবিক হিসাব যা বৈদ্যুতিক অফিস থেকে করে।
আমরা বইয়ের হিসাব যেটা করেছি সেটা ঠিক আছে তবে এর সাথে কিছু হিসাব বিদ্যুৎ অফিস থেকে যোগ করে, সেই হিসাবের বিস্তারিত দেখুন।
নেট বিল = এনার্জি বিল + মিটার বিল
এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ গুন প্রতি উইনিটের মূল্য

আগষ্ট মাসের বিদ্যুৎ বিলের টাকা = ৪৪৪+১০০০,৯৮= ১৪৪৪,৯৮ টাকা পেয়েছি। 

বিদ্যুৎ অফিস থেকে যে টাকা যোগ করে থাকে
ডিমান্ড চার্জ = 35 টাকা
ভ্যাট = ৫%
মোট বিল = (১৪৪৪,৯৮+ ৩৫)=১,৪৭৯,৯৮ টাকা {ভ্যাট ছাড়া}
৫% ভ্যাট = ১৪৭৯,৯৮ x ৫%= ৭৩,৯৯৯ টাকা
মিটার ভাড়া =১০ টাকা
তাহলে মোট বিল =১৪৭৯,৯৮ + ৭৩,৯৯৯ + ১০ = ১৫৬৩,৯৭৯ টাকা
আগস্ট মোট বিল আসবে = ১৫৬৪ টাকা.

বিশেষ দ্রষ্টব্যঃ বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ে পরিশোধ না কররে মোট বিলের উপর ৫% অতিরিক্ত মাশুল দিতে হবে।

প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
Khondokar IT এর সাথেই থাকুন.
ধন্যবাদ সবাইকে। 

1 Comments

  1. প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
    Khondokar IT এর সাথেই থাকুন.
    ধন্যবাদ সবাইকে।

    ReplyDelete
Previous Post Next Post

KhondokarIT.com এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন.