প্রিপেইড মিটার ব্যালেন্স চেকঃ
প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করা খুবই সহজ এবং এই সহজ বিষয়টিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনারা আজ থেকে খুব সহজেই প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে সক্ষম হবেন। তার সাথে সাথে আপনার প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার সহ একটি প্রিপেইড মিটারের যাবতীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন।
প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হয় কিভাবেঃ
আপনার প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করতে হলে প্রথমেই দেখে নিতে হবে আপনার মিটারের ধরন কিরূপ। সাধারণত দুই ধরণের প্রিপেইড মিটার বর্তমান বহুল প্রচলিত। প্রিপেইড মিটার ধরন সম্পর্কে নিচের ভালো ভাবে আলোচনা করা হয়েছে। চলুন আমরা এখন দেখি নি প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করার সহজ উপায়।
প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার সহজ উপায়ঃ
আপনার ব্যবহৃত মিটারে বর্তমানে কত টাকা অবশিষ্ট রয়েছে, সেটি জানার জন্য আপনাকে মিটার এর কীপ্যাডে ডায়াল করতে হবে 801 তারপর এন্টার বাটনে চাপ দিতে হবে।
এরপর প্রিপেইড মিটার এর ডিসপ্লেতে আপনার বর্তমান অবশিষ্ট টাকার পরিমাণ দেখাবে।
এছাড়াও প্রিপেইড মিটার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়াল কোড রয়েছে। প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কোড সমূহ নিচে প্রদান করা হলোঃ-
প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কোড সমূহঃ
নিত্য প্রয়োজনীয় কিছু প্রিপেইড মিটার কোড কোড আমরা নিচে টেবিল আকারে প্রদান করেছি আশা করছি প্রিপেইড মিটারে এ সকল কোডগুলো ব্যবহার করে আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট = 800
বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) = 801
মিটার বিচ্ছিন্নের কারণ = 806
বর্তমানে চলমান লোড (কিঃওঃ) = 808
এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত) = 810
চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট) = 814
সর্বশেষ রিচার্জ এর তারিখ = 815
সর্বশেষ রিচার্জ সময় = 816
সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা) = 817
সর্বশেষ রিচার্জ টোকেন = 830
সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ) = 869
বর্তমান চলমান রেট (টাকা) = 886
বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা) = 887
বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর = 889
চলতি মাসে ব্যবহৃত টাকা = 922
প্রিপেইড মিটারের ধরনঃ
বিদ্যুৎ প্রিপেইড মিটারকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি
যেমনঃ
১) স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার
২) কিপ্যাড টাইপ মিটার
স্মার্ট কার্ড প্রিপেইড মিটারের মধ্যে রয়েছে DESCO প্রিপেইড মিটার আর অন্যদিকে কিপ্যাড টাইপ মিটার।
কিপ্যাড টাইপ মিটার আবার কয়েক ধরনের হয়ে থাকে
যেমনঃ-
NESCO
Hexing Electrical Company. Ltd.
Linyang
And Inhe
প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়মঃ
প্রিপেইড মিটারের সাধারণত কয়েকটি উপায় রিচার্জ করা যায় যেমনঃ-
বিকাশের মাধ্যমে
রকেট এর মাধ্যমে
ব্যাংক এর মাধ্যমে
কিছু রিচার্জের দোকান থেকে
তাছাড়াও অনেক মোবাইল ব্যাংকিং পদ্ধতি প্রিপেইড মিটার রিচার্জ করার সেবাটি চালু করেছে। আপনারা আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন।
প্রিপেইড মিটারে কিভাবে টাকা রিচার্জ করতে হয় এ সম্পর্কে আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে, কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে প্রিপেড মিটারে কিভাবে রিচার্জ করতে হয়, তার নিয়ম ধাপে ধাপে বর্ণনা করে পোস্ট করে দেবো।
প্রিপেইড মিটার সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়ঃ
প্রিপেইড মিটার সমান কত টাকা রিচার্জ করা যায় এটি আপনি কোন ধরনের মিটার বা প্রিপেইড মিটার ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে।
তবে সাধারণত প্রিপেইড মিটার এর সর্বনিম্ন 100 টাকা রিচার্জ করা যায়। তবে কোনো কোনো পিপেট মিটারে 500 টাকা সর্বনিম্ন রিচার্জ করতে হয়।
প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
Khondokar IT এর সাথেই থাকুন.
ধন্যবাদ সবাইকে।
প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
ReplyDeleteKhondokar IT এর সাথেই থাকুন.
ধন্যবাদ সবাইকে।