পতাকার দিকে মুখ করে দাঁড়ালে ডানদিকে জাতীয় পতাকার দন্ডটি স্থাপিত করতে হবে। দুইয়ের অধিক পতাকা দন্ড পাশাপাশি স্থাপন করা হলে জাতীয় পতাকার উঁচু দন্ডটি মাঝে স্থাপন করতে হবে। সকল পতাকাদন্ড অবশ্যই সোজাভাবে দন্ডায়মান রাখতে হবে। কালো পতাকাটি জাতীয় পতাকার চেয়ে ছোট হতে হবে। পাশাপাশি উত্তোলিত কোন পতাকাই জাতীয় পতাকার চেয়ে বড় রাখা যাবে না।
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।’
অর্ধনমিত পতাকা |
আকার ভেদে ছোট-বড় বিভিন্ন ভবনে উত্তোলনের জন্য জাতীয় পতাকার মাপ তিন রকম:
(ক) দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ৬ ফুট।
(খ) দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ ৩ ফুট।
(গ) দৈর্ঘ্য ২.৫ ফুট ও প্রস্থ ১.৫ ফুট।
শুধু অনুমোদিত মোটর গাড়িতে উত্তোলনের জন্য জাতীয় পতাকার মাপ:
(ক) দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ও প্রস্থ ৯ ইঞ্চি।
(খ) দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও প্রস্থ ৬ ইঞ্চি।
(গ) ৫ ইঞ্চি ও প্রস্থ ৩ ইঞ্চি।
জাতীয় পতাকার জমিন হবে গাঢ় সবুজ, বৃত্ত হবে রক্ত লাল। সবুজ জমিনের মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।