ওয়্যারিং কাকে বলে ? হাউজ ওয়্যারিং কাকে বলে ? কত প্রকার ও কি কি ? | What is wiring ? What is house wiring ? How many types and what ?

ওয়্যারিং কাকে বলে ? হাউজ ওয়্যারিং কাকে বলে ? কত প্রকার ও কি কি ? | What is wiring ? What is house wiring ? How many types and what ?

বৈদ্যুতিক ওয়্যারিংঃ

বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাই হলো ওয়্যারিং। কাজের ধরন, জায়গা আর খরচ বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়।
বৈদ্যুতিক ওয়্যারিংকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
(১) অভ্যন্তরীণ ওয়‍্যারিং বা হাউজ ওয়্যারিং (Internal Wiring or House Wiring)
(২) ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring)
(৩ ) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং (Underground Wiring)
House Wiring
House Wiring


ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং ঘরের বাইরে খোলা জায়গায় উচ্চ ভোল্টেজ সরবরাহের জন্য ব্যবহার করা হয়। আর বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদবিশিষ্ট জায়গার ভেতরে যে ওয়্যারিং করা হয় তাকে অভ্যন্তরীণ বা হাউজ ওয়্যারিং বলে। সব ধরনের অভ্যন্তরীণ ওয়্যারিংয়েই ইনস্যুলেট করা তার ব্যবহার করা হয়। শুধু তারের গঠন কিংবা দেয়াল বা ছাদের সাথে এদের এঁটে রাখার তারতম্য অনুসারেই ওয়‍্যারিংয়ের নামকরণ বিভিন্ন রকম হয়েছে।
যেমন- ওয়্যারিং কাজে কাঠ বা পি.ভি.সি ব্যাটেন ব্যবহার করা হলে তাকে বলে ব্যাটেন ওয়‍্যারিং, কন্ডুইট ব্যবহার করা হলে বলা হয় কন্ডুইট ওয়্যারিং। আবার কন্ডুইট দেয়ালের ভেতরে থাকলে বলা হয় কনসিন্ড কন্ডুইট এবং বাইরে থাকলে বলা হয় সারফেস কন্ডুইট।
এছাড়াও আরো কয়েক রকম ওয়্যারিং আছে; যেমন- ক্লিট ওয়্যারিং, কেসিং ওয়্যারিং, এম.এস. ওয়্যারিং ইত্যাদি।
সাধারণ অর্থে ওয়্যারিং হলো তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থা।
বৈদ্যুতিক লোডসমূহঃ যেমন- বৈদ্যুতিক পাখা, বাতি, মোটর ইত্যাদিতে বিদ্যুৎ সরবরাহ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সরঞ্জামসমূহ যেমন- সুইচ, হোল্ডার, তার ইত্যাদির মাধ্যমে যে সুশৃঙ্খলা বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে বৈদ্যুতিক ওয়্যারিং বা ওয়্যারিং বলে। বৈদ্যুতিক ওয়্যারিং বা তারের সংযোগসহকারে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়।

বৈদ্যুতিক ওয়্যারিংয়ের প্রকারভেদ বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার। যথা-
(১) অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring) বা হাউজ ওয়‍্যারিং (House Wiring)
(২) ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring)
(৩) আন্ডারগ্রাউন্ড ওয়‍্যারিং (Underground Wiring)


হাউজ ওয়্যারিং (House Wiring): বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদবিশিষ্ট জায়গার ভেতর যে ওয়্যারিং করা হয়, তাকে হাউজ ওয়্যারিং বলে। এক্ষেত্রে সুইচ, হোল্ডার তার ইত্যাদির মাধ্যমে যে সুশৃঙ্খল বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহণ করা হয় তা ঘরের অভ্যন্তরে করা হয় বলে একে অভ্যন্তরীণ ওয়্যারিং বলা হয়।

হাউজ ওয়্যারিং প্রধানত দু'প্রকার। যথা-
(ক) সারফেস্ ওয়‍্যারিং (Surface Wiring) ও 
(খ) কনসিন্ড ওয়্যারিং (Concealed Wiring).

(ক) সারফেস ওয়্যারিং: যে ওয়্যারিং দেয়ালের সারফেস দিয়ে নেয়া হয় অর্থাৎ যে ওয়্যারিং দেখা যায় তাকে সারফেস ওয়্যারিং বলে।

সারফেস ওয়্যারিং আবার পাঁচ প্রকার। যথা-
(i) ব্যাটেন ওয়্যারিং (Batten Wiring)
(ii) কড়ুইট ওয়্যারিং (Conduit Wiring)
(iii) ক্লিট ওয়্যারিং (Cleat Wiring)
(iv) কেসিং ওয়্যারিং (Casing Wiring)
( v) এম.এস ওয়্যারিং (M.S. Wiring)

(খ) কন্সিন্ড ওয়্যারিং: দেয়ালের মধ্যে খাঁজ বা চ্যানেল (Channel) কেটে গ্যালভানাইজ করা লোহা বা ইস্পাতের অথবা পি.ভি.সি কন্ডুইট বা পাইপ বসিয়ে এর ভেতর দিয়ে তার টেনে অথবা উন্নতমানের পি.ভি.সি. তার সরাসরি চ্যানেলের মধ্যে বসিয়ে প্লাস্টার দ্বারা ঢেকে দিয়ে যে ওয়্যারিং করা হয়, তাকে কনসিন্ড ওয়্যারিং বা লুকানো ওয়্যারিং বলে।

কনসিন্ড ওয়্যারিং দু'প্রকার। যথা-
(i) কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং (Concealed Conduit Wiring)
(ii) কনসিন্ড ওয়্যার ওয়্যারিং (Concealed Wire Wiring) বা প্লাস্টারের নিমজ্জিত ওয়্যারিং (Under Plaster Wiring)

প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
Khondokar IT এর সাথেই থাকুন.
ধন্যবাদ সবাইকে। 

1 Comments

Previous Post Next Post

KhondokarIT.com এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন.