How to Apply for an Electrician Smart Card in Bangladesh.
Are you an electrician in Bangladesh with an ABC, BC, or C electrician license that is about to expire in 5 years? Let's guide you through the process of applying for a smart card.
Step-by-Step Guide:
* Login to OCEI Portal: Visit https://e-service.ocei.gov.bd/login and log in using your email or phone number.
* Create Card Application: Once logged in, navigate to the left side and click on "Card Applications" and then "Create Card Application".
* Eligibility Criteria:
* Your electrician license must have a minimum validity of 5 years.
* Pay a fee of 150 BDT through a challan at Bangladesh Bank or Sonali Bank using code 1-5631-0000-1854. For e-challan, use code 1422199.
* Visit the OCEI office on the specified date for biometric data, photo, and signature submission.
* Incomplete applications will not be accepted.
* Report any lost or damaged smart cards to the OCEI.
* The authority reserves the right to accept or reject applications.
* Application Submission:
* If your license is less than 5 years valid, renew it first.
* If your license is valid for 5 years, pay the 150 BDT fee and click "I agree for card printing in terms and condition".
* Submit your photo, NID photo, and challan copy.
* You will receive an SMS with a date to collect your smart card from the OCEI office.
Note: For any queries, please leave a comment.
Stay connected with Khondokar IT.
Thank you
বাংলা:
আসসালামু আলাইকুম,প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা আপনাদের যাদের ABC, BC এবং শুধুমাত্র C ইলেকট্রিশিয়ান লাইসেন্স এর ৫ বছরের মেয়াদ আছে তার এখন চাইলেন স্মার্ট কার্ডের আবেদন করতে পারবেন. চলুন দেখি কিভাবে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ.
(১)
প্রথমে OCEI এর ওয়েবসাইটে ঢুকে ইমেইল/ফোন নাম্বার দিয়ে লগইন করে একাউন্টে প্রবেশ করতে হবে.
(২)
একাউন্টে প্রবেশের পর ওয়েবসাইট এর বামে সাইডে Card Applications এ ক্লিক করে Create Card Application এ ক্লিক করুন.
(৩)
ইলেক্ট্রিশিয়ান স্মার্ট লাইসেন্স কার্ডের জন্য আবেদনের শর্তাবলিঃ
Please read the following guides to apply :
১। ইলেক্ট্রিশিয়ান লাইসেন্সের মেয়াদ নূন্যতম ৫ (পাঁচ) বছর থাকতে হবে।
২। ইলেক্ট্রিশিয়ান স্মার্ট লাইসেন্স কার্ড এর জন্য নির্ধারিত ফি (প্রতিলিপি ফি) ১৫০ (একশত পঞ্চাশ) টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ১-৫৬৩১-০০০০-১৮৫৪ কোডে জমা করতে হবে অথবা ই-চালান এর ক্ষেত্রে ১৪২২১৯৯-অন্যান্য লাইসেন্স ফি কোডে জমা করতে হবে ।
৩। বায়োমেট্রিক তথ্য, ছবি ও স্বাক্ষর প্রদানের জন্য বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক নির্ধারিত দিনে অফিসে উপস্থিত হতে হবে।
৪। অসমাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
৫। ইলেক্ট্রিশিয়ান স্মার্ট লাইসেন্স কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে অতিসত্বর (প্রযোজ্য ক্ষেত্রে সংশিষ্ট থানায় জিডি করে) বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডকে অবহিত করতে হবে।
৬। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে আবেদন পত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
আপনার লাইসেন্স এর মেয়াদ ৫ বছরের কম থাকলে প্রথমে আপনার লাইসেন্স রিনিউ করে ০৫ বছর করে নিতে হবে. তাছাড়া আবেদন করতে পারবেন না.
আপনার লাইসেন্স এর যদি ৫ বছর মেয়াদ থাকে তাহলে ইলেকট্রিশিয়ান স্মার্ট কার্ড এর জন্য ফি ১৫০ টাকা চালান করে ( I agree for card printing in terms and condition page ) এ ক্লিক করুন.
(৪)
আপনার ছবি, NID এর ছবি এবং আপনার ১৫০ টাকা চালান এর কপি সাবমিট করুন.
সাবমিট করার কিছু দিন পর আপনার ফোনে SMS আসবে. SMS এ যে তারিখ লেখা থাকবে সেই তারিখে OCEI অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ড গ্রহন করুন.
প্রিয় পাঠক, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের নিকট.
Khondokar IT এর সাথেই থাকুন.ধন্যবাদ সবাইকে।
🔥❤️👍
ReplyDelete