অগ্নিনির্বাপক যন্ত্র কাকে বলে কত প্রকার ও কি কি ? How Many Types Of Fire Extinguishers Are Called And What Are They ? | Khondokarit.com

অগ্নিনির্বাপক যন্ত্র কাকে বলে কত প্রকার ও কি কি ? How Many Types Of Fire Extinguishers Are Called And What Are They ? | Khondokarit.com

গুন নেভানো বা নিয়ন্ত্রনে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রকে অগ্নিনির্বাপক যন্ত্র বলা হয়।

Khondokar IT


অতি প্রচালিত অগ্নিনির্বাপক যন্ত্রগুলোকে সাধারনত সিলিন্ডানের উচ্চচাপে রক্ষিত তরল কার্বন ডাই-অক্সাইড নজেল দিয়ে স্প্রে আকারে বের করে আগুন নেভানো হয়।

প্রকারভেদ:

অগ্নিনির্বাপক যন্ত্রগুলোকে সাধারণত 04 ভাগে ভাগ করা হয়েছে:

  1. ওয়াটার টাইপ.
  2. ফোম টাইপ.
  3. সিওটু (CO2) টাইপ.
  4. ডিসিপি টাইপ ড্রাই কেমিক্যল পাউডার.


আরো পড়ুনঃ







ব্যবহার:

অগ্নিনির্বাপক যন্ত্র পরিচালনার সাধারণ ধাপ সমূহ হলঃ

  1. সেফটি পিনটি টানুন.
  2. নিরাপদ দূরে থেকে (অন্তত ৬ ফুট ) নজেলটি আগুনের দিকে তাক করুন.
  3. হাত দিয়ে অপারেটিং লিভার বা হাতলে চাপ দিন.
  4. অগ্নিনির্বাপক যন্ত্রটি আগুনের দিকে তাক করে একপাশ থেকে আরেক পাশে.

ব্যবহারে সর্তকতা:

  1. বাতাসের অনুকুলে ব্যবহার করা।
  2. যথাসম্ভব আগুনের নিকটবর্তী অবস্থান থেকে ব্যবহার করা।
  3. সরাসরি মানুষের শরীরে ব্যবহার না করা।
  4. ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা যাতে শ্বাস প্রশ্বাসের সহিত শরীরে প্রবেশ করতে না পারে।
  5. সিওটু ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের সময় ব্যবহারের সময় সর্তকাতার সাথে এর ডিসচার্জ হর্ন ধরা। অসর্তকতার কারণে কুল বার্ণ হতে পারে।

বিভিন্ন ধরনের আগুনের জন্য বিভিন্ন রকমের অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে।
ভুল রকমের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের ফলে আগুন আরও বাড়তে পারে তাই সঠিক ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা উচিত।
দয়া করে মনে রাখবেনঃ বেরিয়ে যান, বাইরে থাকুন, ফায়ার সার্ভিসকে খরব দিন।


Post a Comment

Previous Post Next Post

KhondokarIT.com এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন.